Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডাকযোগে ভূমিসেবা: সরকারের জনবান্ধব নীতির সফল বাস্তবায়ন ।
বিস্তারিত
ডাকযোগে ভূমিসেবা: সরকারের জনবান্ধব নীতির সফল বাস্তবায়ন ।
ডাক বিভাগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও আদি সেবা ধর্মী সরকারি প্রতিষ্ঠান। এটি জনসাধারণকে নানাবিধ আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে থাকে। গ্রামীণ জনপদ থেকে শুরু করে নগর অবদি যে প্রতিষ্ঠানটি সর্বাধিক মানুষকে যুগ যুগ ধরে প্রত্যাশিত সরকারি সেবা প্রদান করে অসছে, সেটি বাংলাদেশ ডাক বিভাগ। সরকারি যে কোনো সেবা অতি দ্রুত তৃণমূল পর্যন্ত একমাত্র ডাক বিভাগই পৌঁছে দিতে সক্ষম। কেননা ডাক বিভাগের রয়েছে সুবিন্যাস্ত বিশাল যোগাযোগ নেটওয়ার্ক। ডাক বিভাগের বিদ্যমান সক্ষমতা অনুধাবন করে সদাশয় সরকার নাগরিকের দোর গোড়ায় ভূমিসেবা পৌঁছেদিতে “ডাকযোগে ভূমিসেবা” নামীয় নতুন সেবার প্রবর্তনকরেছেন।
* জেলা ভূমি রেকর্ড রুম হতে সংশ্লিষ্ট পোস্ট অফিসের নির্ধারিত লেটার রাইটার ডাকযোগে প্রেরিতব্য পর্চা সংগ্রহ করে রেজিস্ট্রি ডাকযোগে প্রাপকের ঠিকানায় প্রেরন করেন এবং পোস্ট ম্যান দ্রুততম সময়ে বিলি করেন। বিলির তথ্য নির্ধারিত সফটওয়্যারে আপলোড করা হয়।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/06/2024
আর্কাইভ তারিখ
31/12/2025